শীত আসে পৌষ মাসে।
মাঘে তার তীব্রতা আসে।।
কুয়াশা ভেজা ভোরে।
শিশির বিন্দু ঘাসের ডগায়
থাকে জড়িয়ে।।


সকালের রৌদ্র,ভারি মিষ্টি।
পোহাতে বেশ লাগে!
আরামদায়ক রোদটি।।
খেজুর গাছে রসের হাঁড়ি।
পিঠে-পুলি-পায়েস,রকমারী।।


প্রকৃতি সাজে নবরূপে।
রঙিন পুষ্পের মিষ্ট সৌরভে।।
অলিদল ব্যাস্ততায়।
মধু সংগ্রহের পালা-পর্যায়।।


মুকুলে পূর্ন অম্রপল্লি।
ঘ্রাণে মুখরিত গ্রাম্যগলি।।
সবজিতে ঠাসা,দোকান বাসা।
শীতের আমেজ,ভালোলাগা- ভালোবাসা।।