দক্ষিনা দ্বার যখন খুলে যাবে চিরতরে
বাতাস বয়বে দ্বারের বিপরীত মেরুতে
রাহুর ন্যায় গ্রাস করবে স্তব্ধতা
নির্জনে ভরবে সম্মুখ
মনুষ্যের ছায়াটুকুও পরবে না
তখন তুমি এসো।


এসো জ্বলে ওঠা চিতাখানির পাশে
শরীরের চিহ্নগুলো দগ্ধিত হবে
একে একে,নিশ্চুপ ভাবে
গুমরে গুমরে....!!
তখন তুমি এসো। ।


আমার যা চিহ্ন ছিল তোমার কাছে
নিয়ে এসো; সজ্জিত করো জ্বলন্ত কাঠে।
শেষ যাত্রায় ফিরে পাব শেষ চিহ্নগুলো ।।


শিতল হয়ে আসবে একসময়
জ্বলন্ত চিতাখানি
ধুয়ে যাবে সব
যা ছিল-


তখন তুমি এসো
বুনে দিও একটি গাছের চারা
আমর শেষ শয্যার পাশে।।