তোমার দুর্গা শরৎ এর আগমনে
মর্ত্যলোকে আসে
আমার দুর্গা আজও জন্মায়
ধূসর মরা ঘাসে।


তোমার দুর্গা দশভুজা, শক্তি ধারিণী
আমার দুর্গা দুহাত বাড়ায় ,প্রতিদিনের ঋণী ।


তোমার দুর্গা স্বর্ণ বস্ত্রে
নতুন কোনো থিমে
আমার দুর্গা বস্ত্র হীন
লক্ষ্য হাত নামে ।


তোমার দুর্গা ঝলমলে আলোয় মাতিয়ে তোলে মন্ডপ
আমার দুর্গা আলো দেখেনি, অন্ধকারে নিরব।


তোমার দুর্গা প্রতিবছর আসে
আনন্দ ধারার মাঝে
আমার দুর্গা রোজ মরে
ক্ষুধাতুরের সাজে।


জানি না কবে আমার দুর্গা তোমার দুর্গা হবে
প্রতিবাদের অস্ত্রে  কবে অসুর হারাবে।