নীরব অনশন,
খাদ‍্যাভাবে
মস্তিস্ক নিঃসাড়।
অনশনে হয় না
বাণী সোচ্চার,
উদাহরণ কি পাওনি তোমরা বারবার?
তার চেয়ে বরং,
প্রসাদ গ্রহণ করো।
সূর্যের তেজে হও তেজিয়ান।
পুনরায় সবল করো এ দেহ।
যুগে যুগে তো নজির দেখেছো বহু,
বলে, বুদ্ধিতে লড়েই
নিতে হয় কেড়ে অধিকার।