কখনো কখনো হেসে ফেলছো,
আবার কখনো রাগ করো,
কখনো মিষ্টি কথা কও,
কখনো সোজা সপাট মুখের ভাষা।
আকাশ দেখছো, মহাবিশ্ব দেখছো,
দেখছো পরমাণুর ভেতরের কণা।
বিশাল অট্টালিকার পেছনে,
তোবড়ানো মোচড়ানো টিনের বাড়ি।
আর ঠিক এভাবেই দেখতে দেখতে
বুঝতে পেরেছি, ফাঁক থাকে বিস্তর।
ফাঁক থাকে মুখোশ আর মুখে।
সব কিছু ভেজালি, লোক দেখানো।
নির্ভেজাল, ফাঁকহীন শুধু ভালোবাসা।
বাকি সব কিছুতেই ফাঁক থাকে।