তির্যক সূর্য রশ্মি আসে
গাছের পাতায়, হলুদ ফুলে
ঘাসের ডগায়।
যানবাহনের শব্দ,
হাওয়ায় আধভেজা খোলাচুল ওড়ে।
তোমার অগোছালো সাজে
আমার মনপাড়া আজ নিঝুম।
চারদিকে ব্যস্ততার সকাল
কিন্তু আমি স্তব্ধ।
যেন কোনো সাগরের তীরে,
একেলার নীড়ে
তোমাকে পেয়েছি,
কাছে, খুব কাছে।
কোনো নতুন আবেশ নয়,
সেই পুরনো সাজে।
শুধু একবার দেখো ফিরে
শহর আমি তোমার এখন,
সব একেলাদের ভীড়ে।