কলুদের ভীড় দেখি,
কত কথা বলে মেকি!
তারপরে তেল ঢালে,
মাথা যার চিকচিক্।
ব‍্যবসায় খাঁটি তারা,
মাপ করা ঠিকঠিক।


কলুরা ভীষণ দামি,
তেল দিয়ে আমদানি।
রোজ দেখি তেল দেয়,
বিনিময়ে নেয় তেল!
এ নয়া কলুর দল
শিখেছে নতুন খেল!


কলুর বলদগুলো
আজকাল খোড়া নুলো।
মেশিনে সে ঘানি টানে
বিশাল সে কারবার!
ভেজালি তেলের দাম
বাড়ছে তো রোজকার।


কাকে-দের ভাবনা কি?
পাকে কি বা, না পাকে বেল!
তবু বলি,
পা যাবে পিছলে,
রোজ যদি ঢালো তেল।