নিথর নিস্তরঙ্গতা চারিদিক।
নিশুতির গহন আঁধার কেন জানি বারবার,
নিয়ে আসে স্মৃতি ফেরারী তোমার।


এখনতো বসন্ত নয়, আর হলেই বা কি?
প্রগাঢ় একাকিত্বে একাকী বসবাস,
ভালবাসাবাসির দেখেছি সর্বনাশ।


অন্ধকারে ফুল - সে হয় দেখতে কালো;
আকাশ, নদী, গাছ, সব-ই তাই।
এত ভালবাসা দিয়ে পেয়েছি কি ছাই?


চারপাশ কভু রুদ্র ঠেকেনি আগে।
চোখে আসে জল, কাঁদি একা একা।
শব্দহীন, বোব, দৃষ্টিহীন চেয়ে থাকা।

শুধু আমি-ই কি হারিয়েছি? তুমি হারায়নি কিছু?
যা যায়, তা আসেনা ফিরে।
বুঝে নিয়ো তা শত ভাবনার ভীড়ে।


১৫.০৭.২০১২ইং
ঢাকা।