তোমার সাথে পাহাড়ে যাবো
অপেক্ষা আজ অনেক দিনের,
হালকা করে রং মাখাবো
এইটুকুই তো ইচ্ছে মনের;
জীবনসঙ্গী তুমি ভালোবাসবে আমায়
তোমার সাথে রাগ করতে পারি!
শুধু একটা কথা আমায় খায়
জানুক সবাই, প্রেম করি;
লুকাবো কেন বলতে পারো?
দেখলে দেখুক, জ্বলুক তারা,
এতে ক্ষতি হচ্ছে কারো!
হিংসে করুক সবাই ওরা;
মাথা ঘামাইনা সেসব কথায়
আমরা তো সাথেই থাকবো বলো,
যে যাই করুক, কী এসে যায়!
আপন বেগে চলি চলো;
কই বৃষ্টির জলে ভেজাবে বললে
জ্বর হলে তুমিই খেয়াল রাখবে,
নদীর ধারে ঘর বাঁধতে চললে
আমায় নিয়ে সেখানে তুমি থাকবে;
আগলে রাখবো দুজনে মিলে
এ বন্ধন ছিন্ন করার সাধ্য কারোর নেই,
এ বন্ধন ছিঁড়তে গেলে
পারবেনা কেউ, ভয় করিনা তাই।