ভালোবাসার পৃথিবীর অশান্ত রূপ আজ,
মেরু থেকে মেরু
এ কোন অজ্ঞেয় উথাল-পাথাল!
যুদ্ধের দামামা সর্বত্র,
চোখের কোণে তাই জল,
চঞ্চল হিয়া অস্থির তবু শান্ত হয়ে থাকা-
অমানবিক পরিস্থিতির খন্ডচিত্র
কেবল স্মৃতিচিত্তে আঁকা;
গুমরে থাকা মন গুলো সব প্রপঞ্চময়,
ভালো-মন্দের বিচারখানা কোথায়?
স্বার্থান্বেষী বলশালীরা বিশ্বের সর্বাগ্রে আজ,
চিরেচিরে খায় অর্থলোলুপ সমাজ;
জগৎ সভার একটা বিরাট অংশ
যারা অমানবিকতা-ক্ষোভের শিকার
যারা পায়নি তাদের অধিকার,
জীবনে তাদের হাহাকার-
একটা সুন্দর পরিবেশও তাই
মুখ ফিরিয়ে নিয়েছে
তারা কী মানুষ নয়!
বড় হওয়ার প্রতিযোগিতায়
নাম তারা লেখায়নি,
কেবল মানুষ হতে চেয়েছে,
স্বার্থপরতা তাদের গ্রাস করেনি;
তারা আজ বুঝতে শিখেছে
এ পথ ধ্বংসের পথ!
ধ্বংসের পথে চলেছে সবাই,
আর এই ধ্বংসলীলা রুখতে তাই
মানবিকতা চাই; প্রথম ধাপ তার,
জাগতিক ভেদাভেদের বিনাশ হোক;
তারা বুঝেছে প্রতিবাদের লড়াই,
নব প্রজন্মকে একটা সুন্দর
পরিবেশ দেবে তারা,
কীসের তবে শোক?
কেউ আজ নয় দিশেহারা
অগ্রগতির পথে এগিয়ে চলেছে তারা;
যাতে সবাই থাকে সুখে,
সবার যাতে হাসি থাকে মুখে।।