আজকে জানো ৬ই মে
একজন মেয়ের জন্মদিন,
মায়া ভরা চোখ, মিষ্টি মেয়ে
সুখ হোক তার চিরদিন।
নাম তার সাতটি পাতার সমাহারে
প্রমা প্রমদা মন-মোহিনী,
সুন্দরী রূপসী, ঢেউ খেলানো তার চুলের বাহারে
রূপে গুণে সম্পূর্ণা সে শান্ত সোহিনী।
সুনিপুণা রূপবতী
তার জন্য সাজানো মস্ত পুতুল ঘর,
বিদ্যা ও শিল্পে বুদ্ধিমতী
ভালো থাকুক সে জীবন ভর।
শুভ জন্মদিনের রইলো শুভেচ্ছা
পূর্ণ হোক তার সকল ইচ্ছা।।