শহিদদের মৃত্যু নেই, ওঁরা বেঁচে থাকে
আমাদের বাঁচাতে উৎসর্গ করে জীবনটাকে,
এমন সাহস আছে ক'জনের?
এতটা জেদ তাঁদের মনের!
যাদের বুক চিরে ধ্বনিত হয় স্বাধীনতার গান
যাদের আত্মবলিদানে রক্ষিত হয় দেশের সুখ, মাটি-প্রাণ;
তাঁরা বেঁচে থাকে চিরদিন
শোধ করবো আমরা তাদের ঋণ,
জাগবে দেশ, হাসবে বেশ
সবে মিলে বাঁচাবো দেশ;
কেন যুদ্ধ, কেন মারামারি?
কেন লড়াই, কীসের কাড়াকাড়ি?
কোনো সমাজ কেন নিষ্ঠুর?
অবৈধ আইনবিরুদ্ধ অপরাধমূলক মানসিকতায় ক্রূর;
নিজ নিজ দেশে বাঁচুক সবাই
নিজের মতো করে হোক বাঁচার লড়াই
স্বার্থে-লালসায় অন্যের ক্ষয়
হায় এ দেশ! শহিদদের মৃত্যু মেনে নিতে হয়;
ওঁরা বীর, ওঁরা অমর, ওঁরা নির্ভীক
দৃঢ় প্রতিজ্ঞ ওঁরা, স্বদেশ ওঁদের দৃক,
ওঁদের মৃত্যু চাইনা আর
ভালো থাকুক প্রতিটা পরিবার;
স্বার্থ ভুলে বাঁচুক ন্যায্য অধিকার
সকল মাটিরই (এবার থেকে) হোক জয়জয়কার।