ইটের পরে ইট সাজিয়ে গড়ে তোলা ইমারতের
শীর্ষদেশে বসে,
নিখুঁত অভিজাত বেশে ,সঙ্গী -সাথী নিয়ে,
নিচের দিকে তাকিয়ে তুমি হাসো।
আমার দিকে চেয়ে তুমি হাসো ,
কিভাবে ধুলো লাগে আমার গায়ে,
কিভাবে পায়ে, মাথায়  লাগে ঘৃণ্য কদর্যতা।
আমিও হাসি, তোমার হাসির সুখে আমি হাসি।।


কি আর করি বলো,
এখন সবে মাটি মেখেছি আমি ,এরপর ভস্ম মাখবো,
আরো মলিন পোশাক - আষাক হবে,
মধ্যাহ্নের রোদে পুড়বে আকাশ।।
উপরে তখন তপ্ত আবহাওয়া,
ঝলসে যায় সুক্ষ  নরম প্রীতি।
তুমি কাঁদো, শ্রীমুখ নিচু করে তুমি কাঁদো।
আমিও কাঁদি ,তোমার দিকে চেয়ে আমি কাঁদি।।