কত চিন্তার ঢেউ তীর ছুঁয়েছে অযাচিত,
হাওয়া হয়ে উড়িয়েছি তোমার রুগ্ন চিরবাস।
হে আকাশ,
" সোনালী চুলের ফাঁকে কখনও স্পর্শ করেছো কী
তোমার কাঁধে আমার নিশ্বাস?"
তুর্য যখন তোমার গালে আছড়ে পড়া চুল
সরিয়ে দিচ্ছিল প্রতিবার,
নিরূপায় দর্শক আমি ডেকেছি ঠাকুরকে কত!
আসছে জনমে হৃদয় দিয়োনা আর,
কোরো ইচ্ছেমতীর স্রোত বেগবান ।
আমায় জড়িয়ে শরীর ধুতে তুমি ,
আছি তোমার জন্য জড় হতেও রাজী।
নতুবা কোরো ভোকাট্টা ঘুড়ি ,
ছাদ থেকে ছাদে কত গল্প নিয়ে বেড়াবো উড়ে ,
শুধু তোমার জানালার সামনে ঠায় দাড়িয়ে থাকবো।
আর অনাগত আগামীর উদ্দেশ্যে রাত জাগবো।
       বৃষ্টির দিন থেকে কুয়াশার ভোরেও,
বলে যাব সেই জানালার পাশে ....
          " ভালোবাসবো তোমাকে মৃত্যুর পরেও"।।