সাঁতার জানিনা ,তবু তলিয়ে যাওয়ার আগে,
রাশি রাশি পিছুটান আসে,
ওইটুকু তোমায় ভালবেসে ।


প্রচন্ড খিদে,বেনামী রেষ্টুরেন্টে অপেক্ষার
প্রহর গুনি অবাক হিংস্রতায়।
লাল টপ পরা কোনো তরুণীর দেহ
হঠাৎই আবিষ্কার করি কাছের চেয়ারে ।
ওর উদ্ধত স্তন দুটো পোষাকের মায়া
ত্যাগ করে বাতাস ছুঁতে চায়।
বেখেয়ালে চোখ চলে গেল,উদ্দাম শরীরী তৃষ্ণায়।
মনটুকু রয়ে গেলো কাছে,
                                       কেনো জানো?
ওই লাল রঙ! তারই কোনো মায়াবী আবেশে।
                     সেই লাল যে স্মৃতিতে জড়ানো ।।
                          
                                             - অদ্ভুত