এইবার শূন্য বেয়ে নেমে এসো মলিন চন্দ্রিমা,
প্রখর রৌদ্রতাপে জ্বলে যাওয়া স্বল্পায়ু জীবনে।
একান্ত শূন্যগর্ভা একাকীত্বের সমর্থনে
কাগজে মলাটে বুনে চলি তোমার প্রতিমা।
এইবার জীবনের বাঁকে
কাঙ্খিত পূর্ণচ্ছেদ নিয়ে এসো প্রিয়তমা।


আমার মিলনবেলা রচিত হোক অস্তগামী নক্ষত্রের বুকে।
আলোর প্রাচুর্য আমি চাইনিতো!
চাইনি সৌররেনু, ঔজ্জ্বল্যের ছটা!
ঘন কালো অন্ধকারে ভরে যাক শূন্যটা।
সে আঁধার নামুক সর্বত্র পথেঘাটে,শিমুলের তলে।
যে আঁধার নিপুণ হস্তে লাবণ্যময়ী চন্দ্রিমা আঁকে।
আমার মিলনকাল রচিত হোক বিদায়ী দিনের মৃত্যুর শোকে।


আর কত বৈপরীত্য সইবো! প্রতিকূল স্রোতে
শ্বাসরুদ্ধ হয়ে ভেসে যেতে যেতে,
হাসিমুখে পার করি সহ্যের সীমা।
এইবার নেমে আসো,
আক্ষেপের সমাপ্তি দিয়ে,
নিস্পন্দ প্রশান্তি দিতে মলিন চন্দ্রিমা।।