যদি বলি আর সব ছেড়ে দিয়ে এসো ,
সতী সেজে "পারবো না"  বলবে তা জানি।
তবে কেন এমন করে হাসো,
যা আমায় করে অভিমানী।


যদি বলি আমায় ভালোবাসো ।
ক্ষনিকের নিরবতা শেষে
বলবে "সম্ভব নয়"।
তবে কেন এত কাছে আসো?
কী বোঝাতে চাও নীরবতায়?


তোমাদের স্বভাবই তো এই ,ছলনায়
খুন করা তোমাদের হবি ,
তোমাদের বাঁচিয়ে কবিতায় ,
মরে কতো উজবুক কবি।
    
                        -অদ্ভুত