সেদিন যানজটে আটকে ছিলাম
কোন এক মহাসড়কে,
হঠাৎ করেই গাড়ির জানালায়
হাত বাড়ালো যেন কে।


তাকিয়ে দেখি ছেঁড়া ফ্রকে মেয়েটি
ক্লান্ত পায়ে আছে দাঁড়িয়ে,
মায়া মায়া চোঁখ দুটোতে আকুতি নিয়ে
হাতটি দিয়েছে বাড়িয়ে।


তার হাতে দিলাম কয়েকটি টাকা,
মেয়াটি গেল চলে।
কিন্তু তার আকুতি ভরা চোঁখদুটো
যাইনি আমি ভুলে।


আমরা বলি- অনেক দুঃখে আছি
এদের দুঃখ দেখি না,
আমাদের যত দুঃখ কষ্ট আছে
এদের কাছে কিছুই না।