দিগন্তের পানে অপলক চেয়ে থাকি,
সাদা মেঘের ভাঁজে উড়ে যায় একলা পাখি,
আমি চুপচাপ বসে দেখি।


মৃদু মৃদু হাওয়া বয়ে যায় ওই গাছগুলোর পাতা ছুঁয়ে,
ক্লান্ত দুপুর পেরিয়ে দরজায় টোকা দেয় নির্মল বিকেল।
সুদূরের হাতছানি উপেক্ষা করে
আমি চুপচাপ বসে দেখি।


কুলকুল করে বয়ে চলা নদীতে প্রবহমান ঢেউগুলো
ছুটে চলে অবিরত কোন অজানার পানে,
একটি দুটি হাজারটি নৌকা ভেসে যায় ধীরে।
গা ভাসিয়ে উড়ে যায়
শংখচিল, মাছরাঙা আরো নাম না জানা কিছু পাখি।
তৃষ্ণার্ত চোখে আমি বসে বসে দেখি।


দিগন্তের বুকে ডুবতে থাকা সূর্য
লালিমা ছড়িয়ে হারিয়ে যায় ধীরে ধীরে,
সারাদিনের ক্লান্ত ভ্রমণ শেষে
শেষ বিকেলে নীড়ে ফিরে আসা কিছু পাখি,
আমি মুগ্ধ হয়ে দেখি।


নিঝুম রাত্রির অন্ধকারের মাঝে
মিটিমিটি তারা জ্বলে আকাশের বুকে,
মাঝে মাঝে একটি দুটি জোনাকের আলো,
নিস্তব্ধ চারিপাশে শুধু ঝিঝিদের ডাক,
প্রাচীন নীরব নগরীতে আমি যেন একা
স্বপ্নাতুর চোখে নতুন কিছু সৌন্দর্য
উপভোগ করার আনন্দ নিয়ে
আমি চারিদিক দেখি।