প্রিয় প্রিয়তী,
অবাক হচ্ছ?? ভাবছ কেন ডাকলাম সেই ডাকনামে??
বলছি শোনো,
আজ দেখলাম ধুলো জমেছে অতীতের সেই খামে।


হঠাৎ আমার ইচ্ছে করল ঝেড়ে ফেলি সব ধুলো
কিন্তু তুমি যে অনেক দূরে,
গান গেয়ে যাও অচিন সুরে,
কুয়াশা মাখা হাজার ভোরে,
তোমার স্বপ্ন হাওয়ায় উড়ে,
হয়তো ভুলে গেছ আমার ফেলে আসা স্মৃতিগুলো।


আমি আছি আগের মতই, একই,
আজো আমি তোমায় নিয়ে কবিতা লিখি।
একটা কথা বলি তবে,
আমার লেখা কবিতাগুলো কষ্টের হয়েছে সেই কবে।
সেই সেদিন থেকে,
যেদিন অন্যকারো চোখে রঙিন ছবি এঁকে
হারিয়েছিলে আমার থেকে দূরে,
সেদিন থেকেই ঘুম আসে না আমার দু'চোঁখ জুড়ে।


সেদিন থেকেই কলমের কালি
ভরেছে হাজার খাতার পাতা,
সবই যে ছিল বিরহ আর বেদনার কবিতা।


হয়তো খুঁজেছ, অথবা হয়তো পরে আর খোঁজনি,
ভুলে গেছ তুমি সবই।
ভুলে যাওয়াই ভালো, ভুলে গিয়ে কেউ কষ্ট পায়নি।
ভালো থেকো। - ইতি, তোমার কবি।



------প্রথমে কবিতার নাম দিয়েছিলাম 'ইতি, তোমার কবি'। কিন্তু এই ওয়েবসাইটে কবিতার নাম এ কমা ব্যাবহার করা যায় না বিধায় নাম দিলাম 'ভালো থেকো'।