যাচ্ছি আমি হারিয়ে আঁধারের মাঝে
তোমায় হারিয়ে ফেলা একলা সাঁঝে।
যাচ্ছি আমি হারিয়ে ঝরাপাতার দলে
ঘনকালো অন্ধকারে পূর্ণ চাঁদের তলে।


জানি কভু তোমায় ফিরে পাব না তো আমি
এক পলকে কোথায় যেন হারিয়ে গেছ তুমি।
তবু কেন তোমার খোঁজে একলা পথে হাঁটি
কখনো আমি জল ছুঁয়ে যাই, কখনো ঘাস-মাটি।


হাতটা তোমার যে ধরেছে, তার হাতেই রাখুক,
জীবন পাতায় তোমার কথা গল্প হয়েই থাকুক।
খুঁজবো না গো তোমায় আমি জীবন বইয়ের পাতায়,
হঠাৎ করেই হারিয়ে যাব মৃত্যু নামের খাতায়।