প্রিয় প্রিয়তী,
লিখেছিলাম তোমার নামে একটি খোলা চিঠি
জানি আমি সেই চিঠি হয়নি তোমার দেখা।
হয়তো তোমার হাতের ছোঁয়াই ছিল অনেক বেশি
সেই চিঠি পড়ে আছে তোমার টেবিলে, একা।


মনে আছে তোমার??
প্রথম যেদিন তোমায় চিঠি দিয়েছিলাম,
লজ্জায় হয়েছিলে একাকার,
সেই তোমার দিকে আমি অপলক চেয়ে ছিলাম।


এরপর হয়েছে কত চিঠি দেয়া,
তবু একটুও আকর্ষণ কমেনি।
তবে আজ কেন আমার খোলা চিঠি
তোমার চোখের জলের ছোঁয়া পায়নি।


জানো, তুমি চলে যাওয়ার পরও
তোমার সব চিঠি কতবার ছুঁয়ে দেখতাম??
তুম ফিরে আসবে এই ভেবে
কত স্বপ্ন মনে মনে মনের রঙিন কোণে আঁকতাম??
এখনো তোমার সকল চিঠি আমার কাছেই রাখা,
সকাল বিকেল এগুলো দেখেই আমার সকল স্বপ্ন আঁকা।


আজ বললাম, এই যে এখন,
মনে করবনা আর তোমার কথা,
তোমায় ভেবে ভেবে আর পাব না
ভালোবাসা হারানোর ব্যাথা।
ভুলতে যদি তুমি পারো, আমিও পারবো তবে,
তোমার চিঠিও আজ থেকে বাক্সবন্দি হয়েই রবে।


তবু তুমি ভালো থাকো, ভুলে যাও আমার মুখচ্ছবি,
আমি জানি না থাকবো কেমন। - ইতি, তোমার কবি।