জানালার পাশে চারপায়া টেবিলটার উপর
পেপারওয়েটে চাপা দেয়া দুটো কাগজ
মৃদু বাতাসে গা ভাসাতে চাইছে।
রাস্তার পাশের সোডিয়াম লাইটের আলো
জানালার ফাঁক দিয়ে
বন্ধ চোখের উপর এসে পড়ছে,
কবির কাছে আজ জীবনটা বড় অসহ্য মনে হচ্ছে।


কাগজের উপর বলপেনের পদচারণা
হঠাৎ করেই থেমে গিয়েছে।
কবিতার খাতার পাতাগুলো থেকে
কে যেন কালি কেড়ে নিয়েছে।
কবি মনের সব উপমা কোথায় যেন হারিয়ে গিয়েছে।
কবির কাছে আজ জীবনটা বড় অসহ্য মনে হচ্ছে।