জানালার পাশে বসে আছে কবি,
সেই চারপায়া টেবিলটার উপর কাগজ ফেলে
অবিরাম লিখে যাচ্ছে আনমনে।
চারপাশে ছড়ানো কাগজের টুকরো,
আর কবির কলম কালি ছড়িয়ে যাচ্ছে অবিরত
কবির একলা ঘরে সংগোপনে।


কবির কলম ফের গতি ফিরে পেয়েছে,
কবি তার কবিতায় স্বপ্ন ছড়াচ্ছে,
আনন্দে উদ্বেল তাই কবির মন।
ভুলোমনা কবি তাই সময়কে ভুলে গিয়ে,
তার কলমটি হাতে তুলে নিয়ে,
লেখার ভুবনে করছে বিচরণ।


*কবিতাটি আমার 'কবির কাছে আজ' কবিতার পরের পর্ব। অনেক দিন পর আবার কবিতা লিখতে পারলাম। অনেক ভালো লাগছে এখন।