ওষুধেতে সারে রোগ ওষুধেই, বাড়ে রোক


বিষময় ফল হয় বাহাদুরি জোকস


কতকিছু হতে পারে ফল তার ভালো নয়


হেলায় হারালে সময় বেড়ে যায় যাতনা।


ব্যাথার পাহাড় জমে পাবে যত কষ্ট


সময় এগিয়ে চলে, যেটা খুব স্পষ্ট


সময় বড়ই কম-যেন, না-বুঝলে হার


কাল এগিয়ে যাবে, ফেরে নাকো আর...।


এগিয়ে চলো এগোনোর পথেতে পাবেই আলো


সমস্যা থাকেই, মুক্ত মনে চলা ভালো


নিত্য চলার পথে থাকে যদি কিছু ভুল


ভুল থেকে নাও তবে শিক্ষা বাচঁবে মান কুল।


কিছুই নয়কো সুলভ জাগ্রত করো চেতনা


ধীরস্থির মানসে করো যদি সাধনা


সাধনই মন্ত্র হোক জীবনের।


শিক্ষাই বুনিয়াদ লাগো মানবের কল্যাণে।