সন্ধ্যামণির, আরেকটি নাম-
কৃষ্ণকলি, সেও বেশ এক মিষ্টি ফুল
কে আর, তারে আদর করে-
ফুলদানীতে রাখে?
খুব যে, অনাদরই, তা কিন্তু নয়
কে, আর ভাবে, সেভাবে-
উজ্জ্বল তার প্রকাশ, শুভ্র, হলুদ, লাল
কে, আর করে আদর?
কতো তার বর্ণময় বিচিত্র
প্রশ্নটা সেই, থেকেই যায়
পাতা ছিদ্রকারী পোকা
রঙ বদলে প্রজাপতি,
সে বুঝবে কদর?