শিশুই নাকি দাঁড়ের টিয়া
হরবলা এক পাখি
যা দেখে সে,তাই শেখে
মনহারা মন উদাসী।


সব শিশুরাই ছোট্ট শিশু
শিশু কেন হবে মনহারা
শিশুর মধ্যে কেউবা বিশু
তাই কি শিশু নয়নতারা?


শিশু আজকে শিশু কোথায়?
কোথায় শিশু মন?
কত কিছু যাচ্ছে হারিয়ে
তৈরী হয়না মন।


তাল মেলানো যুগের হাওয়ায়
বাইছে কত হিরিক
স-ভ্য-তা ভেসে যায়...
নিত্য নতুন লিরিক।
        
  -----*-----