নিত্য বেলা, সময়ের খেলা
যে সময় যায় বহে
সে সময় আর আসে নাকো ফিরে
দিনগুলো যায় সরে।
যে যাহাই বলো তাই
সময়ের ডরে হাত পা যে বাঁধা
সময় তফাত গড়ে
দিন আর রাতির ব্যবধান
সময়ের অবদান সময় নিজে।
সময় বড়ই সুচারু বড় সুক্ষ
বড়োই নিপুন সে
সময়ের হাতে নির্নয় সঁপে
বহে চলে ধীর।
বড়- চুপি চুপি আসে সে
চুপি সারে বহে যায় বহায় বেলা
নিত্য দিবসে বহে আনে দিন
এটুকুই তার খেলা।
যে সময় বহে যায় কভু সে কি ফেরে।।