আমি কখনও পরী দেখিনী
শুনেছি পরীরা কেমন
শুনে শুনে কল্পনায় এঁকেছি তোমার ছবি
হয়তো পরীরা তোমারি মতন
আমি কখনও মহাসাগর দেখিনী
যখন তোমার চোখের দিকে তাকাই
আমি মহাসাগরের গভীরতায় ডুবে যাই
আমি সূর্যাস্তের ওই লালিমা দেখিনা
তোমার ওই ঠোঁট থেকে আমার চোখেই সরেনা
কোকিলের ডাকে আর মন ভরেনা
তোমার বলা কথা গুলো যেন কুহু কুহু সুরের মুর্ছনা
চৈতালি বাতাস আর হৃদয়কে দোলা দেয়না
চৈতালি দোলায় দোলে তোমার চুল
অজানা আশায় হয়ে যাচ্ছে সব ভুল
শীতের কুয়াশার সাথে আমার আড়ি
কেন তারা দুর্বা ঘাসকে স্নিগ্ধ করে, তোমায় না
আমি আমার আমিকে অনুভব করিনা
অপরূপা, অনুভব করি তোমার প্রতিটি নিশ্বাসকে।