সৃষ্টির আদিতে তুমি, থাকবে অন্তে
মহীয়সী তুমি নারী,
তোমায় নিয়ে করছিনা বাড়াবাড়ি,
তুমি স্বার্থহীন ভালোবাসার প্রতীক,
তুমি আশার তরীর নির্ভীক নাবিক,
তোমায় পেয়ে পৃথিবী ধন্য,
তোমারই মাঝে বিস্তৃত, অরণ্য
তুমি পরম সুখের মায়ের কোল,
তুমি তুমুল দুষ্টমিতে আধো আধো বোল,
কখনও তুমি বোন কিংবা পাঠশালার সাথী,
কখনও তুমি জনম জনমের সারথী,
কখনও তুমি ভালোলাগা মুহুর্ত, ভালোবাসার প্রিয়া
তোমারই মাঝে খুঁজে বেড়াই হিয়া,
একই অঙ্গে তোমার হাজার রূপের বাতি,
তোমাতেই শুরু, তোমাতেই শেষ
আমি নিরবধী,
মহীয়সী তুমি নারী,
তোমায় নিয়ে করছিনা বাড়াবাড়ি,
সৃষ্টির আদিতে তুমি, থাকবে অন্তে
তোমাতেই পৃথিবী ঘুমিয়ে আছে অজান্তে।