কাঠ ফাটা রোদ্দুরে, শরতের নীল আকাশের বুক থকে
এক টুকরো নীল নেমে এল পৃথিবীর বুকে
অপলক দৃষ্টি আমার ওই নীলের পানে।
মুহুর্তে আমি নিস্তব্দ
পৃথিবীর সব সৌন্দর্য যেন গৌণ
হয়ত এটাই সুন্দরের শেষ
হয়ত এটাই কোন এক উষ্ণ আবেশ
কিছু সময়ের জন্য আমি হারিয়ে ফেলেছি,
আমার আমি।
কোন দিন ভুলতে পারবোনা ওই চাহনী,
কিংবা তার হাসি মাখা মুখখানি,
তার রূপের আলোয় অমাবস্যা চাদনী হয়ে যায়
ভরা পুর্ণিমায় রুপালী চাঁদ মেঘের আড়ালে লুকায়
নীলাবেশে, নীলের আলোয় আমি নীলাভুত
আর কিছু মুহুর্ত ডুবে থাকতে চাই।