রহমতের দশদিনে-ও তোমার রাহে না ফিরলে
বরকতের দশদিনে অভাগারে একতিল বারাকাহ দিও,
নাজাতের শেষ দশে ফিরে এসে যদি নতজানু হৃদয়ে
ক্ষমা চাই সমস্ত গুনাহের— শেষবার ক্ষমা করে মৃত্যু দিও ইহজিন্দেগীর! ইদ শেষে যাতে পুনরায় পাপাচারের উপকূলে আমার উল্লাসী জাহাজ না ভিড়ে!