মাটিতে পা নেই তোমার।
মানছি তুমি অজস্র কষ্টে হাবুডুবু খেয়ে,
কিছুটা সুখের আলিঙ্গন পেয়েছো,
কিন্তু তুমি এখনো সেই মানুষ,
এখনো সেই আত্মার মেয়েটা..
শুধু বদলেছে তোমার পদবী।
আর মই দিয়ে গাছে তুলে
মই কেড়ে দেয়ার পদ্ধতি।


তুমি সেই মেয়েটা,
যার মনের গভীরতা খুব খুব সুন্দর..
তুমি সেই মেয়েটা
যাকে যত্ন দিলে
সে পাথরেও ফুল ফুটায়,
তুমি সেই মেয়েটা ;
যে শিশুদের ভালোবাসে।
তুমি সেই মেয়েটা ;
যে বাবা-মায়ের রাজকন্যা..


তুমি সেই মেয়েটা ;
যার দুঃখের বিচরণ কিছুটা হলেও জানতো ;
তার অবগাহন
তুমি সেই মেয়েটা ;
যে কখনো ভেঙে পড়তে না ;
শুধু বদলাতে আচরণ!
তুমি সেই মেয়েটা যে আলো আধারের সন্ধিক্ষণে নিজের মনটাকে খোঁজে...
তুমি সেই মেয়েটা ;
যে পুরুষের বিষাদ ধূলিসাৎ করে,
কারণ সে কষ্টের মর্ম বোঝে।


আবারো একটু মাটিতে পা রেখে দেখো ;
কতোটা হারিয়েছো!
কতোটা দিচ্ছো নিজেকে ফাঁকি!!!
জিদ আর রাগ
কখনো মানুষকে খুব ভালো মর্যাদা এনে দিতে পারে না...
জিদ আর রাগ শুধু অন্যকে কাঁদায়..
একটু অন্য রকম ভাবা মানুষ গুলোকে নানান ভাবে পোড়ায় ...
পালিয়ে যায় প্রতিশ্রুতি,
জ্বালিয়ে যায় অন্তর,
আবারো মাটিতে পা রেখে দেখো কন্যা..
জীবন কতো সুন্দর!