সৈয়দ আমিনুল ইসলাম (প্রবাসী) - পাতা ৩

 সৈয়দ আমিনুল ইসলাম (প্রবাসী)
জন্ম তারিখ ১ জুলাই ১৯৭৬
জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া , বাংলাদেশ
বর্তমান নিবাস আম্মান , জর্ডান
পেশা মার্চেন্ট (এপারেল এন্ড স্টাইলস)
শিক্ষাগত যোগ্যতা বি.এ.

সৈয়দ আমিনুল ইসলামের জন্ম ১৯৭৬ সালের জুলাই মাসে। পিতার নাম সৈয়দ সিরাজুল ইসালাম ও মাতার নাম সৈয়দা লুৎফুন্নাহার সিরাজ। তারা মোট দুই ভাই ও দুই বোন। বিবাহিত জীবনে তিনি দুই ছেলের জনক। জন্মস্থানঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরস্থ ডিঘর গ্রামে। অধ্যায়নঃ গোকর্ণ সৈয়দ উয়ালিউল্লাহ উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯২ সালে এস এস সি (বিজ্ঞান), ১৯৯৪ সালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে একই বিভাগে এইচ এস সি এবং পরে মানবিক বিভাগে স্নাতক করেন। বর্তমানে পোশাক শিল্পে কর্মরত আছেন। তিনি ২১শে মে, ২০১৭ রবিবার একই পেশায় জর্ডানের উদ্দেশ্যে যাত্রা করেন। তিনি উইকিপিডিয়াও লিখে থাকেন।

সৈয়দ আমিনুল ইসলাম (প্রবাসী) ৭ বছর ৫ মাস হলো বাংলা-কবিতায় আছেন।


Poetry RSS

এখানে সৈয়দ আমিনুল ইসলাম (প্রবাসী)-এর ১০১টি কবিতা পাবেন।

   
সার্চ করুন
তারিখ
শিরোনাম
মন্তব্য
২১/১২ ১১