সাধ মিটে কি চোখের জলে,    
ঘটবে ঘটায় যা ঘটেছে।
মিছে আশার অসার হাওয়ায়    
ভালবাসায় পাল উড়েছে।


বাঁধন যথায় রয়না অটুট,
বাঁধভাঙ্গা প্রেম ডুবায় দু’কূল।
বাঁধতে মুকুট পরায় যে জন
সেও অধীর ফুটতে মুকুল।    


রজনীতে জোনাক জ্বেলে
জোৎস্না কি আর তাতে ঝরে।  
ব্যথার খরায় ফাটছে মাটি    
জলের ফোঁটা উপচে পরে।    


পথের ভুলে বিভুল হলে
অর্পিত মন যায় না আনা।
হৃদয় যখন অশান্ত হয়  
কিছুতে আর বাঁধ মানে না !