আজ মধ্যাহ্ন ভোজের নিমন্ত্রন।
যেন তিনটি মহাযুগের সমাবর্তন।
আমার ঘড়িটি স্তম্ভিত ও অনড়।
একটি ঘনীভূত সময়ে,
মুহূর্তটি আগে হতে নির্ধারিত ছিল যেন!  
ঘড়ির তিনটি কাঁটার একত্র সমাবেশ।


কাঁটাগুলোর একত্রে সেঁটে থাকা নয়,
তাঁরা ছিল মুক্ত, মুখমুখি, উচ্ছল।
তাই সময়টি,
তিনটি রাশির ক্রিয়াশীলতায়
একটি নাল ভেক্টর।

প্রতিটি কাঁটা বেঁয়ে
দু’শ বছর পিছিয়ে গেলে,
সে ছিল এক মহা কালো কাল।
ব্রিটিশ সম্রাজ্য,
ইংরেজ বনাম বাঙালি মুসলিম,
ভাষাগত বিভাজন -
বাংলা, ইংরেজি ও ফার্সি প্রিয়তা।


কতখানি অবকাশ ছিল সেকেলে
ইতিহাসে...?
এলিটস বনাম জাতিপ্রভেদ,
নবাব, সৈয়দ ও সরকার,
একই টেবিলে,
চমৎকার আনন্দঘন মুহূর্ত,
যেন একটি পরিবার।


দু’শ বছর পরে,
পরবর্তী প্রজন্ম কি পারবে
ধরে রাখতে এ স্মৃতি কথা ?
থেমে থাকা ঘড়ি
একদা টিক টিক করে বলে দেবে হয়তো...
হে প্রজন্ম, মনেরেখ আমাদের এ পুনর্মিলন ইতিকথা।