পূজোর বেদী ছাড়ি,
চলিছে ভ্রহ্মচারী,  
কি যেন কি হারিয়েছে তার।


কয়না সে কোন কথা,
হেট করে রয় মাথা,
চোখে ছাপ বিষণ্ণতার।


লোকে বলে বহু আগে,
সুকর্ণ-প্রেমবাগে,
শিউলি কুড়িয়ে পূজোদিত।


চণ্ডীদাসের মত,  
ব্রত পালন অবিরত,
তবু ভালে রয়ে যায় ক্ষত।


(চলমান)