শুনগো ভ্রহ্মচারী,
বেলা গেলো ফির বাড়ি,
গোলকে পাবেনা খুঁজে হায়।


প্রতিমা জ্বলিছে রোষে,
কোন অর্চনা দোষে,
হারিয়ে সে, ত্যাজিছে তোমায়।  


হাহাকার যত কর,
কপালে ঘাত কর,
বর্ষণে ডাকে যদি বান।


রাবণের চিতাশালে,
প্রেমের কঠিনানলে,
কভু তার নেই সমাধান।


(সমাপ্ত)