তুমি যদি ভোরের শিশির ভেজা লাল গোলাপ হতে
তোমার গন্ধে মাতাল হয়ে তোমার পানে ছুটে যেতাম,
তুমি যদি শেষ বিকেলের রোদ হতে
তাহলে সিক্ত রোদে নিজেকে বিলিয়ে দিতাম।
তুমি যদি নীল প্রজাপ্রতি হতে
তবে  সাত সমুদ্র আর তের নদী  ঘুরে হাজার বছর কাটিয়ে দিতাম তোমার সাথে,
তুমি যদি ঝর্নাধারা হতে
তবে  তোমার তরে উৎস্বর্গ করে দিতাম আমার সারা জীবনটাকে,
তুমি যিদ পূর্নিমার চাঁদ হতে
সারা রাত তোমার কথা ভাবতাম শুধু।
তুমি যদি দিগন্ত বিস্তৃত রোদেলা দুপুর হতে
তাহলে তোমার পানে ছুটে যেতাম উদভ্রান্তের মত,
তুমি যদি নীলিমা প্রান্তরের মেঘ হতে
তবে তোমার পানে ছুটে যেতাম বাতাসেরর মত,
তুমি যদি রাতের নিস্তব্ধতা হতে
আমি  জোনাকি হয়ে তোমার কাছে যেতাম।
তুমি যদি কোন কবিতার বই হতে
সারাক্ষন বসে বসে পড়তাম শুধু,
আর তুমি যদি আমার হতে
আমি তোমাকেই ভালবাসতাম শুধু, তোমাকেই।