ভালবাসা কথাটা আজ বড় বেমানান লাগে
তোমার কথার উপর ভর করে
আর কতকাল অপেক্ষায় থাকব,
নিশ্চল, উদভ্রান্ত দিকবিদিক হয়ে
তোমায় খুজেঁ ফিরি চার দিগন্তে
অথচ তোমার কোথাও পাই না।


তুমি ফিরে এলে ভোরের শিশির ভেজা
লাল গোলাপ গন্ধ ছড়ায়,
সূর্যস্নাত প্রকৃতি মায়াবী আবহ হয়ে আমায় ডাকে
রাতের জোৎস্নারা খেলা করে মম মাঝে
আর উত্তাল যৌবন স্নিগ্ধতায় ভরিয়ে দেয়।


তুমি নীল প্রান্তরে ভালবাসার বেহালা নিয়ে
আমার হৃদয়ে তুলেছ উচ্ছল ঝংকার,
যার সুরে প্রানের সৃষ্টিতে
বালু চরে জেগে উঠেছে সবুজ দ্বীপ।


একটানা বৃষ্টিতে যেমন চারদিকে শুরু হয় প্লাবন
আবার অনাবৃষ্টিতে সৃষ্টি হয় খরা
তেমনি আমার হৃদয়ে আজ এক দিকে খরা
আর অন্য দিকে প্লাবনে আমি দিশেহারা,
তাই আছ যেথা তুমি ফিরে আস আমার ঠিকানায়
আমি অনন্ত কাল বসে থাকব
তোমার অপেক্ষায়।