মনটা নাচে প্রাণটা দোলে
স্বাধীনতায় শিশুরা খেলে
শিশুর মুখে সরল হাসি
তরতাজা গোলাপের মোহনীয় গন্ধ
স্বাধীনতা আমার কাছে এমনই এক
মাতাল করা সৌন্দর্য।


পাখির গান,মিষ্টি মধুর সুর
শিশির ঝরা সকাল আনন্দে বিভোর
স্বাধীনতা এমনই এক আকর্ষন
দেশ মাতার তরে দিব এ জীবন বিসর্জন।


স্বাধীনতা মনের আনন্দ,হৃদয়র স্ফুলিঙ্গ
স্বাধীনতা স্বপ্নে বিভোর প্রেমিক কবির কবিতা
স্বাধীনতা আপনজনের সত্য সরল ভালবাসা,
অন্ধকারের মাঝে হঠাৎ জেগে উঠা
আলোর স্ফূরণ।


স্বাধীনতা আমার কাছে
ফিল্টারিং করা এক গ্লাস স্বচ্ছ পানি
পাহাড়ী ঝর্নাধারার প্রানবন্ত কলতান,
স্বাধীনতা একটানা ছুটে চলা
চলন্ত ট্রেনের ঝনঝনানি
সমুদ্রের বুকে জেগে উঠা সবুজ দ্বীপ।


স্বাধীতা ৭১ এর যুদ্ধে সর্বহারা বীর বাঙ্গালীর
সরল মুখের অস্ফুষ্ট হাসি
স্বাধীনতা আমার আত্নার এক পরম শান্তির নাম।


স্বাধীনতা নদীর তীরে সদ্য ফোটা কাঁশবন
অপাড় মায়াঘেরা পাহাড়ী প্রকৃতির নয়নাভিরাম শোভা,
নির্জনতায় ঘেরা এক মায়াবী রাএির নিস্তব্ধতা।
স্বাধীনতা স্বপ্নের মাঝে এক সুখ স্বপ্ন
স্বাধীনতা প্রিয়ার হাতের লেখা প্রথম চিঠি।


স্বাধীনতা বসন্তে নবরূপে সজ্জিত সদ্য ফোঁটা
অসংখ্য নানা রংগের ফুল
বর্ষার অবিরত জলধারা
কনকনে শিতের ভাল লাগা সরল অনুভূতি।


স্বাধীনতা এক গুচ্ছ রজনীগন্ধা ফুলের সুবাস
স্কুলে-কলেজে প্রথম প্রহরে সারিবদ্ধভাবে  পেরেটরত
সহস্র ছেলে মেয়েদের দল,
স্বাধীনতা একটি শুভ্র সকালের মিষ্টি রোদ
স্বাধীনতা বিদেশে অবস্থানরত
একমাত্র ছেলের জন্য ঝাপসা চোখে মায়ের
বেচেঁ থাকার অনন্ত স্বপ্ন।
স্বাধীনতা আমার জীবনের
প্রথম চাকুরীর স্যালারী হাতে পাওয়া এক মধুর স্মৃতি।