আমারা দুজন আজ নিবিড় একাকার
চলছি নিরিবিলি চারদিকে অন্ধকার
বাঁশের বাঁশি বাজে দূর লগনে
দুজনে বসে ভাবি কতকিছু আনমনে ।
গাছের ছায়ায় ফুটে আলপনার রং
পাখিরা গায় গান আনন্দ লগন
হিমেল হাওয়ায় ভরে যায় মন
নেচে নেচে উঠে আমার এই প্রাণ
চারদিকে নিরিবিলি আমারা দুজন।


পাহাড়ি ঝর্না ঝরে সেতো অভিরাম
হৃদয়ে প্রেমের সুর বাজে ধামাধাম
পূর্নিমার চাঁদ যেন খেলা করে আকাশে
আমারই মন পবন ঘুরে উড়ন্ত বাতাসে।
এখানে খেলা করে প্রজাপতির ছানা
চারদিকে নিরিবিলি আমারা দুজনা
কি নিবিড় মায়াঘেরা এই ছলছল জলধারা
বসন্ত প্রকৃতি যেন হৃদয়ে আকাঁ
এখনে খেলা করে অভিরামদের দল
চারিদিকে সবাই আজ আনন্দে মাদল।