এক সময় জীবনের মানে বুঝতাম না,আজ বুঝি
ভালবাসা কারে কয় বুঝতাম না,আজ বুজি
যখন সব কিছু হাতের মুঠোয় পেতাম
তখন এর মূল্য বুঝতে পারতাম না,
আজ বুঝার সময়ে কেবল খুজে ফিরি সেই সময়,
প্রজাপতির ডানায় ভর করে জীবন কোথায়  চলে যায়।
সেই প্রিয় মুখ গুলো আর দেখিনা
কখনো বা রাতের অন্ধকারে বিজন বনের ধারে
কখনো বা একলা হেটে দূরের পথ পানে
খুজেঁ ফিরি প্রিয় মুখগুলো।
যে আমাকে কাঁদিয়ে চলে গেল
তার জন্য আমার মন কাঁদে
ভালবাসার সাতকাহন হতে চেয়েছিলাম
কেবল পেলাম ব্যর্থতার গ্লানি,
মনের মাঝে উকিঁ দিয়ে বেড়ায়  হাজারো স্বপ্ন
যে স্বপ্নের হিমালয় আমি ছুঁতে পারিনি,
ভোরের শুভ্রতায় ভরে যায় বুক
নদীর তীরে জলসায় বাতিঘর
আমাকে হাতছানি দেয়,
তোমাকে দেখার তীব্র বাসনায় জেগে উঠে
হৃদয় মিনার,
কিন্তু স্বপ্নের বিচ্ছিন্ন আলোকচ্ছটা সাড়া দেয় না।
তবুও নিশ্চিত মনে একান্ত করে চাই তোমায়
আমার প্রেয়সী হয়ে তুমি সাজাবে আমার ভুবন ভেলা।