কবিতার খাতাটি আজ শূন্য
কি এক বিমিশ্রত মলিনতা আমাকে করেছে ঘ্রাস ,
তোমাকে দেখার তীব্র বাসনা জেগেছে মনে
সব হারিয়ে আমি যখন ক্লান্ত দিক ভ্রান্ত
তখনই তুমি আমার মনের মাঝে উদয় হও;
ক্লান্ত বিকেল মায়ার আবৃতে সাজানো প্রকৃতি
মিছে কলরবে জেগে উঠে বেপোরোয়া মন
বিনিদ্রিত আখি মেলে দেখি তোমার অবারিত মুখ
শান্ত বিকেলের মত নিস্তব্ধ তোমার মন
আমার হৃদয়ে জাগায় ভালবাসার বাতায়ন।
তোমাকে পাবার তীব্র আশা আজ ক্ষীন থেকে ক্ষীন
চিরতরে বিসর্জন দিয়ে পড়ে আছি অনন্ত দুঃখে।
আমার জীবনটাই আজ মহাশুন্য,
দিকবিদিক হারিয়ে চলছি অজানা  ঠিকানায়
কোথায় গেলে পাব বল আমার সেই কবিতার খাতাটি
যা তুমি পড়ে বলেছিলে কবিতাটি খুবই সুন্দর।
জানি মিথ্যে অজুহাতে তুমি বলবে আজও আমি
রয়েছি তোমার;
আরও বলবে তুমি এক বড় পাষান
সেই যে আমায় ছেড়ে চলে গেলে আর ফিরে এলে না।
কথাগুলো কাল্পনিক
তবুও আশায় থাকি যদি তা সত্য হয়;
এ যে নিজের সাথে একরকম লুকোচুরি খেলা
এ খেলার শেষ কোখায়?