মন পবনে যতন করে সাজিয়েছিলাম তোমায়
আমার আপন ভেলায়
ইচ্ছে করে চলে গেলে আমায় অবহেলায়;
ভার্সিটি,সুবিদ বাজার পয়েন্ট আর সিলেটের  জিন্দাবাজারে
তুমি ছিলে আমার মনের মিনারে
পর্যটন আর  গ্রীনভেলী রেষ্টুরেন্ট
আকা বাঁকা টিলা, সবুজ চায়ের বাগান
পরিপাটি আম্বরখানা আর পর্যটনের মায়াময় পথে
মনে আছে কি তোমার মোরা কত ঘুরেছি একসাথে।
আম্বরখানা বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ গেটে
তোমার জন্য কত রয়েছি দাড়িঁয়ে;
সুবর্ণা গিফট কর্ণার, মমতা লাইব্রেরীর সামনে কতসময় রয়েছিলাম
তোমার পথ চেয়ে,
তুমি আসবে বলে।
মজুমদারীর সেই সবুজঘেরা পথ,দর্শন দেউড়ী,হাউজিং এস্টেট
এ জায়গা গুলি তোমারই কারনে আমার কাছে স্মৃতিময়।
বনকলা পাড়ার সেই দোতালা বাড়িটা আজও রয়েছে ঠায় দাড়িঁয়ে,
প্রিয়া শুধু তুমি কেমন আছ আমি জানিনা;
জানতে খুব মন চায়
মনে পড়ে তোমার মেহেদী পড়া হাতের মধুর ছোয়া
মনে পড়ে শান্ত বিকেলে ছাদের উপর দাড়িঁয়ে
প্রকৃতির আনন্দ উপভোগ করা
তোমার সাথে লোকোচুরি আর তোমার সাথে চোখাচোখি
আমাকে ভাবনায় ফেলে দেয়।
কমিউনিটি সেন্টারে সেই বিয়ের অনুষ্ঠানে  বর আর কনেকে দেখিয়ে বলেছিলে ইশারায় যেন আমি আর তুমি
আমার প্রিয় রাণী আমি বড্ড বেশি তোমায় ভালবাসি
যেখানেই থাক আমার হৃদয়ে এসে ঢেলে দাও  ভালবাসার অমৃত সুধাধারা।