চলছি বেশ শান্ত দিনান্ত
তবু বার বার নিজেকে মনে হয় উদভ্রান্ত;
সহজ সরল মনে উঁকি দেয় পূর্নিমার চাঁদ
বারবার  স্বপ্নে জাগে কি যেন ফাঁদ।
আছি বেশ একা এই আমি
হদয়ে বাজে নিরন্তর প্রেমের ধ্বনি
বেজে যায় জীবনের করুন সুর
মনটা তাই সর্বদা বেদনাবিধুর।
আছি বেশ, অাশায় থাকি তোমার
জলজ উদ্ভিদে রুপের আধার;
নয়নের মাঝে কেবল বিরাজমান তুমি
শত আনন্দ দল রোদ্র উজ্জ্বল ভূমি।
মায়া কাননে প্রেমের বাশির সুর সুমধুর
দুঃস্বপ্ন কেটে আসবেই নতুন ভোর
মায়া দিয়ে চলে গেলে ছেড়ে আমায়
আমি কি নিয়ে রবো তোমার আশায়
বাতাবি লেবু, সজনে ডাটা আর কলমি লতার প্রেমে
মজেছি আমি এই অনন্ত ভুবনে।
নদীর জলে এই রুপসীর ছায়া
মনের মাঝে একেঁ দিল হাজার বছরের মায়া
সবকিছু ভুলে যাব তবু তুমি রবে মোর সনে
রবে মিশে তুমি মোর জীবনে জীবনে।


আমিনুল ইসলাম
০৮/০৮/২০১৫