বিয়ের সানাই বাজলে হৃদয় মাঝে কেমন যেন করে
তবু সানাই এর সুমধুর সুর বাজে ঐ গগনপুরে
যেদিন তুমি সেজেছিলে বধূয়া সাজে
কত আনন্দ ছিল তোমার মনের মাঝে।
ছিল শুধূ মোর হৃদয়ে বৈশাখী রাতের  বিক্ষুদ্ধ ঝড়
তোমাকে চিরতরে হাড়ানোর এক মোহনীয় ঘোর
আমার  শুভ্র  ভালবাসার মূল্য তোমার কাছে ছিলনা
কেবল একটু মিষ্টি হাসি এ ছিল  তোমার ছলনা।
এত উৎসব আর আনন্দে চারিদিক মাতোয়ারা
কেবল এই আমি যেন স্বপ্নহারা ছন্নছাড়া
এত কাল ধরে যে ভালবাসা রেখেছিলাম মনের ভিতরে
আজ তা চলে গেল অজানা খোলস ছেড়ে।
ভালবাসার ডোরে পারিলাম না তাকে বাধিতে
শুধুই একান্ত দুঃখ পড়ে রইল এই মনেতে
স্বপ্ন আধারে তবুও তুমি মোর এক স্বপ্ন প্রিয়া
তোমারই জন্য কাঁদে এখনও আমার হিয়া।