সব পেয়েও যে হারায় আবার সব
তার কাছে সত্য মিথ্যে সবই যে নিরব
যে আধাঁর কেটে উঠে নিশি রাতের তারা
যে স্বপ্ন যায়না ছুঁয়া যায়না ধরা
তার পিছনে ছুটে কি লাভ?
হৃদয়ে শুধু এক দুঃখভাব।
সোনা মাটি কাদা মাটি সবই যে মাটির দুনিয়া
মাটির দেহেতে জেগেছে আজ হুলিয়া
সরোবরে জাগবেনা কোন নিশুতি ফুল
জীবনের সব চাওয়া মনে হয় যেন মস্তবড় ভুল।
পারিনা স্বপ্ন বানাতে মিথ্যে অজুহাতে
পাইনা খুজেঁ প্রেম এই ধরাতে
শুধু জানি বিষন্ন মনে
একাকি এই আমি চলছি সগোপনে
অন্য আলো হয়ে তুমি সারাদিন পুড়াবে আমায়
আমি শুধু কি ভালবেসে যাব তোমায়?