ফুল ফোটে প্রতিদিন রংগের দুনিয়ায়
ফুলের পাপড়িরা ফুটে আবার ঝড়ে যায়;
প্রতিদিন কত কিছুর সৃষ্টি আবার কিছুর বিনাশ
কত অজানা কিছু হয়ে যায় অজানায় শেষ।
কে কাহার খবর রাখে কতক্ষন
কে কাহারে চিনে কোন অজানাজন
কত ঘর ভাঙ্গিছে নিরবে
কতকিছু ঘটিছে এই ভবে
শুধু এই নিরালা নিবীর নীড়ে
আমার চারপাশে রয়েছে কি ঘীরে;
আলো বাতাস আর স্বপ্নের নীলিমা
মধ্য রাত্রের একচ্ছত্র পূর্ণিমা
আর রয়েছ আমার মন পবন ঘীরে
এই মায়াবী নীড়ে;
তুমি অজানার কোন পরী
রয়েছ এই হাত দুটি ধরি।
চলে যায় ঝড়ে যায় তবু কতইনা কিছু
তুমি ছাড়া সবই যেন মিছু
ভাবনার অন্তরালে এ জগতের সেরা তুমি আমার
তাই বারবার ঝড়ে পড়ে জাগিতে চাই আবার;
জানি একটি ফুল হয়ে থাকা যায়না বহু সময়
একদিন ঠিক ঠিক তাকে ঝড়ে যেতে হয়।