জানাছিলনা এমন হবে প্রতিটা সময়
প্রতিনিয়ত জীবনটা হচ্ছে ক্ষয়
সব নষ্ট আর ভন্ডরা আমাকে আকরে ধরে
সব ব্যাথা আর বেদনারা জীবনের তরে।


স্বপ্নগুলো মরে মিশে গেছে কালের স্রোতে
তোমার আমার দেখা হবেনা আর কোন প্রাতে
রংগিন স্বপ্ন আর অজানা ছবি একেঁ যায় আপন মনে
শীতের  পাতা ঝড়া দুপুরে তোমায় বেশি মনে পড়ে।


মনে পড়ে মধ্য দুপুরে দিগন্তপানে ছুট চলা
মনে পড়ে নানা রকম বৈশাখী মেলা।
চাই হতে ভবঘুরে আর বাশিঁওয়ালা
চাই হতে প্রেমের ফেরিওয়ালা।


সব চাওয়া যেমন হয়না পূরন
এজীবনে আর হলনা আমার স্বপ্ন জাগরণ।
তবুও একেঁ চলি জীবনের রংগিন আলপনা
স্বপ্ন দেখতে তো নেই কোন মানা।